২০২৪ সালের বিজয়ে পূর্ণতা পেল স্বাধীনতা: উপদেষ্টা নাহিদ ইসলাম
- By Jamini Roy --
- 16 December, 2024
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিলেও সেটি অনেকদিন অরক্ষিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছি।"
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে জনগণ আওয়ামী ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন দেশে প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।"
মো. নাহিদ ইসলাম আরও বলেন, "১৯৭১ সালের বিজয় আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, তবে সেটি পূর্ণতা পেতে সময় লেগেছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছি।"
মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণ করে তিনি বলেন, "আজকের এই দিনে আমরা শুধু ১৯৭১ সালের শহীদদের নয়, ২০২৪ সালের অভ্যুত্থানের শহীদদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের রক্তের ঋণ শোধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পাশাপাশি সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা মাহফুজ আলম।
সকাল ৭টা ১২ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্মৃতিসৌধ প্রাঙ্গণ তখন শ্রদ্ধা ও গর্বের আবহে আবৃত ছিল।
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, "ফ্যাসিজমমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এই বিজয় কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি ঐতিহাসিক অর্জন।"